আসুন একসাথে ভালো কাজকরি

করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে আছেন শহরের ছিন্নমূল খেটে খাওয়া মানুষ ও গ্রামের অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জমানো সঞ্চয় নেই। দিনের আয়টুকুই ভরসা। তাদের কাছে সামাজিক দূরত্ব মানে পরিবার নিয়ে না খেয়ে থাকা। আমাদের জরিপে বলছে, প্রায় নিম্ন-আয়ের ১৫% মানুষের ঘরে খাবার নেই। আসুন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াই। একসাথে ভালো থাকাই তো সত্যিকারের ভালো থাকা। “ডব্লিউপিডিএস ফাউন্ডেশন” আপনার আর্থিক সাহায্য পৌঁছে দিবে কষ্টে থাকা মানুষদের কাছে। দেশের ডাকে সাড়া দিয়ে, সবাই মিলে ভালো থাকার এই মিছিলে যুক্ত হোন আপনিও। এখানে আপনার সমর্থন দরকার, যে কোনও পরিমাণ সহায়তা করতে পারেন।